1. info@natorelive.online : নাটোর লাইভ : নাটোর লাইভ
  2. info@www.natorelive.online : নাটোর লাইভ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়াইগ্রামে চাঞ্চল্যকর জুঁই হত্যার ঘটনায় ৫ কিশোর গ্রেফতার বড়াইগ্রামে ওর্য়াড যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার বড়াইগ্রামের শিশু জুই হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন বড়াইগ্রামে শিশু জুঁই’য়ের খুনীদের বিচার দাবিতে মানববন্ধন বড়াইগ্রামে ভুট্টার ক্ষেত থেকে ০৭ বছরের শিশু কন্যার বিবস্ত্র মৃত দেহ উদ্ধার ধর্মীয় অনুভূতিতে আঘাত, হবিগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা বাংলা নববর্ষ উপলক্ষে বড়াইগ্রামে বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ‎রাজশাহী দুর্গাপুরে শুরু হয়েছে পুকুর খননের হিড়িক ‎ বড়াইগ্রামে নাজিম উদ্দিন নজি হত্যার বিচার দাবীতে মানববন্ধন উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সীগঞ্জ জেলার, শ্রীনগর উপজেলা সংসদের যুগ্ম আহ্বায়ক সানজিদার উপর দুষ্কৃতকারীর হামলা

সম্প্রীতির বন্ধনে এক অনন্য দৃষ্টান্ত বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
Oplus_131072

 

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনন্য দৃশ্যের অবতারণা। মঙ্গলবার (১১ মার্চ) রমজানের পবিত্রতায় ভাসমান বিকেলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পরিণত হয় সম্প্রীতির এক অসাধারণ মিলনমেলায়। দুপুর গড়িয়ে বিকেল হতেই উপজেলা পরিষদ মিলনায়তন কানায় কানায় ভরে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,ইমাম, জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এমনকি বীর মুক্তিযোদ্ধারাও একত্রিত হয়েছেন। সবাই যেন এক হৃদয়ের মানুষ। ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষগুলো এখানে একসূত্রে গাঁথা—সম্প্রীতির মালায়।

অনুষ্ঠানের উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে জায়গা নেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন, ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফাহিমা খাতুন এবং প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মজিদ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমি এবং মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

প্রধান অতিথি হা-মীম তাবাসসুম প্রভা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। সবাইকে একত্রে নিয়ে ইফতার করার এই প্রয়াস নিঃসন্দেহে মহৎ। প্রেসক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মজিদ মনে করিয়ে দেন গণমাধ্যমের মৌলিক দায়িত্বের কথা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও পেশাগত আচরণ বজায় রেখে জনস্বার্থে কাজ করা, এবং কোনো চাপের কাছে মাথা নত না করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “একটি সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার সত্য। বিগত সময়ে যেসব সাংবাদিকরা তাদের প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দায়িত্ব এই সত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।”

সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব সবসময় জনকল্যাণমুখী কাজের সঙ্গে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এ সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয়, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে এক উষ্ণ, হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। মনে হচ্ছিল, এটাই প্রকৃত বাংলাদেশ—সম্প্রীতির বাংলাদেশ। বাগাতিপাড়ার এই ইফতার মাহফিল ছিল কেবল একটি অনুষ্ঠান নয়, ছিল এক ঐক্যের বার্তা। যেখানে মানুষ মিলেছে হৃদয়ে, চিন্তায় আর লক্ষ্যে—একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আশায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,নাটোর লাইভ-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট