নাটোর(বড়াইগ্রাম)সংবাদদাতাঃ
বড়াইগ্রামে ব্যাবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারপিটের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ এন্তাজ আলী। তিনি বলেন যে বড়াইগ্রাম থানাধীন কেল্লা গ্রামের সক্রিয় চাঁদাবাজ চক্রের
মোঃ আমির হোসেন(৪২)পিতা মৃত কোবাদ মোল্লা,মোঃ মিরাজুল হোসেন (২০) মোঃ আজিজল (৫২)পিতা মৃত কোবাদ মোল্লা গত ২৬-০৪-২৫ তারিখ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মৌখড়া বাজারে অবস্থিত আমার ভ্যাটেনারীর ঔষধের দোকানে হালখাতা চলাকালীন সময়ে তাদের নেতৃত্বে তারা ৩ জনসহ আরোও ৪-৫ জন অতকিত দেশীয় অস্ত্র নিয়ে দোকানে আসে ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।তাদের চাঁদার টাকা না দেওয়া এবং কথা কাটাকাটির এক পযার্য়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে ও জোরপূর্বক পূর্বক টাকা ৭৫ হাজার টাকা নিয়ে যায়। আমার আর্তচিৎকারে সবাই দৌড়ে আসে আমাকে উদ্ধার করে ও বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। চোখে গুরুতর আঘাতের জন্য উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পেরত করে।এলাকাবাসীর ধাওয়া তারা সেখান থেকে পালিয়ে যায় ও আমাকে প্রাণ নাসের হুমকি দেয়। আমি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বড়াইগ্রাম থানায় ৩জনকে আসামী করে ও আরো ৪-৫ জন অঙ্গাত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ঘটনার সময় উপস্থিত থাকা ব্যাক্তিরা বলেন বিগত আওয়ামী লীগের সময় তারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন তারা। এখন ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে জঙ্গি গোষ্ঠীর মত দোকানে হামলা করেন ও এলাকায় আতংক ছড়ায়। তাদের হাতে ধারালো হাসুয়া,রামদা,চাইনিজ কুড়াল, ডেগার ও জি-আই-পাইপ থাকায় প্রথমে কেউ ধরতে সাহস পায় নি। এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে তারা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি ও তাদের কাছে থাকা অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করার দাবি এলাকাবাসীর। উল্লেখ সেই দিন তার দোকানে হালখাতা চলছিল।