বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধিঃ
গণমাধ্যম ও সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে, তাহলে অপরাধ দমনে আমি আপসহীনভাবে কাজ করতে পারব”—রূপসী বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাহাবুল আলমকে এভাবেই দৃঢ় কণ্ঠে নিজের অঙ্গীকারের কথা জানান বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন।
দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা ওসি সারওয়ার সম্প্রতি বড়াইগ্রাম থানায় যোগদান করেছেন। এর আগে তিনি গুরুদাসপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তাঁর সাহসী নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন দমন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন হয়।
বড়াইগ্রামে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাদের সমস্যাগুলো সরাসরি জানার উদ্যোগ নিচ্ছেন। সম্প্রতি বড়াইগ্রাম থানায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-তে তিনি বলেন, “পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে যে কোনো ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বড়াইগ্রামের সকল গণমাধ্যমকর্মী যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারব। কারণ সাংবাদিকদের সহযোগিতা অপরাধ নির্মূলে বড় হাতিয়ার।”
ওসি সারওয়ার মনে করেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ এবং অপরাধ নির্মূলে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি। “সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রকৃত অপরাধ চিহ্নিত করা কঠিন। তারা পাশে থাকলে পুলিশ আরও শক্তভাবে কাজ করতে পারে,”—বললেন তিনি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণও ওসি সারওয়ারের মানবিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্বে বড়াইগ্রাম থানা এলাকায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদী।