নিজস্ব,প্রতিবেদকঃ
জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে প্রতারণা, অর্থ আত্মসাত ও চেক জালিয়াতির অভিযোগ। মামলাগুলোর অধিকাংশই ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা। দীর্ঘদিন ধরেই তিনি নজরদারিতে ছিলেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেফতারের সময় তিনি ধানমন্ডির একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় ডিবি সদস্যরা তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, তার গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে ও সাংস্কৃতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে ‘প্রত্যাশিত আইনানুগ পদক্ষেপ’ হিসেবে দেখছেন।উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ফোক গানের জগতে তিনি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এবং “ফোক সম্রাজ্ঞী” উপাধিতে পরিচিতি পান।এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।