নিজস্ব,প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামের চামটা সরকারপাড়া গ্রামে দুই মাদ্রাসাছাত্রীকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক প্রতিবেশী পুরুষের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিশুর পিতা বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গত ১৬ মে বিকেল ৪টার দিকে চামটা সরকারপাড়ার বাসিন্দা মো. আসাদ মোল্লা (৪০) তার প্রতিবেশী শিশু রোকাইয়া খাতুন (৯) ও তার সহপাঠী জান্নাতি খাতুনকে (১০) বেড়ানোর কথা বলে একটি স্থানীয় যানবাহনে করে পাকা রায় মাঠ এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে অভিযুক্ত ব্যক্তি শিশুদের অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি শিশুদের ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন। তবে ভুক্তভোগী রোকাইয়া খাতুন বাড়ি ফিরে দাদীকে বিষয়টি জানায়। পরে তার বাবা এবং জান্নাতির পরিবারের সদস্যরা বিস্তারিত জানেন এবং স্থানীয় দুইজন সাক্ষীসহ থানায় অভিযোগ দায়ের করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত তার গ্রেপ্তার দাবি করেছে।