1. info@natorelive.online : নাটোর লাইভ : নাটোর লাইভ
  2. info@www.natorelive.online : নাটোর লাইভ :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি বড়াইগ্রামে প্রশাসন নিশ্চুপ—নুহুর দাপটে রক্তাক্ত ৯০ বছরের বৃদ্ধ বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন মোবাইল গেম নিয়ে বিরোধে বড়াইগ্রামে ৯ বছরের স্কুলছাত্র হত্যা মূল অভিযুক্ত গ্রেপ্তার বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে অতিরঞ্জিত প্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা রাকিব জুঁই হত্যার ঘটনার বছর না যেতেই বড়াইগ্রামে দশ বছরের শিশু আবির কে নির্মমভাবে হত্যা লালপুরে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদের জমিতে জোরপূর্বক দোকান বসালেন ছাত্রদল নেতা ইউপি মেম্বারদের টাকার খাম ‘উপহার’ দিলেন ইউএনও

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

নাটোর,প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। তবে দুঃখের বিষয়, ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। এক বছর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, দেশে তাদের আর ঠাঁই হয়নি। তাই পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি খারাপ হবে। সোমবার নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি মিথ্যা আশ্বাস দেবে না। তরুণেরা দেশ গঠন করতে নেমেছে, তাদের সহায়তা করুন। যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের (এনসিপি) ওপর আস্থা রাখুন। গণ-অভ্যুত্থানের সময়ের মতোই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনোরূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।’

নাটোরে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জনগণ দেশের শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তারা গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা এই দেশকে নতুন করে সাজানো। আমরা ছাত্রলীগের সঙ্গে আপস করি নাই, ক্ষমতার সঙ্গে আপস করি নাই। আমরা চেয়েছি মানুষের মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি। তাই কোনো ভয়ে আমরা ভীত নই। আমরা এগিয়ে যাব দেশের মানুষকে সঙ্গে নিয়ে।’

এ সময় সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী তাজনূভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বেলা সোয়া ১টায় এনসিপি নেতাদের গাড়িবহর রাজশাহী থেকে নাটোরের প্রবেশমুখ তোকিয়া বাজারে এসে পৌঁছায়। এ সময় সংগঠনের জেলা নেতারা তাদের স্বাগত জানান।

পরে ছয়টি গাড়িতে নেতারা নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা খোলা ট্রাকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশে বক্তব্য দেন। শেষে তাঁদের গাড়িবহর বেলা ৩টায় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
জেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত,নাটোর লাইভ-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট