গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধিঃ
অবৈধ দেশিয় মদ উৎপাদন বন্ধে সেনা অভিযানে গুরুদাসপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ দেশিয় মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানার সন্ধান পায়। অভিযান চলাকালে কারখানা থেকে চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে মদ তৈরির প্রস্তুতি চলছিল আটককৃত আসামীরা হলেন,১।বাসনা রানী, স্বামী উজ্জ্বল কুমার, ২।উজ্জ্বল কুমার দাস, পিতা গনেস কুমার দাস, ৩। বিমোলা স্বামী গনেস কুমার দাস, ৪। জগেস পিতা নরেন দাস, সর্ব সাং কলাকান্তপুর ( কোলা), থানা গুরুদাসপুর, জেলা নাটোর।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সেনাবাহিনীর এই ধরনের মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।জননিরাপত্তা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।