আবু তালেব,লালপুর (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপরে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ই আগষ্ট (বুধবার) বিকাল ৫:৩০মিনিটে উপজেলার চিনির বটতলা থেকে জামায়াতের উদ্যোগে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনির বটতলা থেকে শুরু হয়ে লালপুরের মোড় হয়ে শ্রীসুন্দরী হাই স্কুল এন্ড কলেজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিশাল গণ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য লালপুর উপজেলা জামায়াতের আমির ও নাটোর -১( লালপুর-বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীমাওলানা আবুল কালাম আজাদ , উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা , নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার আহ্বান জানান।